LYRIC
শিরোনামঃ অবচেতন
কথাঃ অপু
কন্ঠঃ জোহাদ
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ অন্বেষণ
বিনিদ্র প্রহর আমি হতাশায়
যাচ্ছি একা কোন অজানায়
পেছনে ফেলে সব স্মৃতিগুলো
আমি অজানায়
ভাবনাগুলো আজ মায়াময়
কল্পনাতেই যেন থমকে রয়
চেতনা মোর বিষণ্ণতায়
একাকী যেন কষ্ট পায়
আঁধারে যেন অশরীরি
হাত বাড়িয়ে ডাকে আমায়
ছুটেছি আজ কোন অজানায়
কল্পনাটা যেন থমকে রয়
ছুটেছি…..
কপনা আর বাস্তবতা
মিলেমিশে একাকার
অনুভূতির প্রতিনিয়ত
নতুন কোন আবিষ্কার
সময় যেন বিষণ্ণতায়
অস্থির আজ তার গতি
সুখ দুঃখ একই সাথে
মিশ্র এক অনুভূতি
তবুও আঁধার
রাখে ঘিরে এই আমায়
ছুটেছি আমি
পথের শেষ কোথায়
চারিদিক শব্দহীন
অনন্ত অসীম
উজ্জ্বল আঁধারের মাঝে
কায়াহীন……