LYRIC
শিরোনামঃ অন্বেষণ
কথাঃ ফেরদৌস
কন্ঠঃ জোহাদ
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ অন্বেষণ
ভেবেছি বন্ধু হবো
মেলে মন যদি
হয়তো তুখোড় কেহ
না’হয় নির্বোধই
কে হবি বন্ধু আমার
যে কোন শর্তে
বিপদে বন্ধু ছাড়া
আমার আর কেউ নেই
নিরবতা ছুঁয়ে
গহীন রাত, দ্বিপ্রহরে
নিরবতা আলতো ছুঁয়ে
ভাবায়, কাঁদায়, হাসায় অকারণে
আছিস কি যে কেহ?
ক্ষনিকেই মুক্ত আমি,
ক্ষনিকেই রুদ্ধ,
ক্ষনিকের ভুলগুলো যে সব
করে দেয় শুদ্ধ
অচীন পথ ঘুরে,
হাতে হাত রেখে যে যায়
দূর বহুদূরে
ভাবায়, কাঁদায়, হাসায় অকারণে
পাতের মিতালী
আমার সঙ্গে
কাকে আমি বন্ধু ভেবে বলি
দু’টি কথা তার সঙ্গে
কার কাছে আজ যাই বলো
ছুটে…………
ভাবায়, কাঁদায়, হাসায় অকারণে
আছিস কি যে কেহ?