LYRIC
শিরোনামঃ অপরাজেয়
কন্ঠঃ জোহাদ/জেফার রহমান
কথাঃ রবিউল ইসলাম জীবন
সুর/সঙ্গীতঃ নেমেসিস
তুমি বিস্ময়
তুমি নির্ভয়
ভেঙ্গে দাও বাঁধার প্রাচীর
তুমি স্বপ্ন
তুমি গল্প
তুমি এক সাহসী বীর
এগিয়ে যাবো আমরা
জয়ের স্রোতে দাঁড়িয়ে
হার মানবো না আমরা
তোমার দিকে তাকিয়ে
তুমি অপরাজেয়
তুমি বাংলার অহংকার
জানি তোমার হাত ধরে
বিজয় আসবে আবার
কঠিন বিপর্যয়ে
তুমি ধরে রাখো হাল
আঁধার পাড়ি দিয়ে
জ্বালো আলোর মশাল
এগিয়ে যাবো আমরা
জয়ের স্রোতে দাঁড়িয়ে
হার মানবো না আমরা
তোমার দিকে তাকিয়ে
তুমি অপরাজেয়
তুমি বাংলার অহংকার
জানি তোমার হাত ধরে
বিজয় আসবে আবার
তুমি দুরন্ত, দুর্বার
লাল সবুজের অঙ্গিকার
তুমি অপরাজেয়
তুমি বাংলার অহংকার
জানি তোমার হাত ধরে
বিজয় আসবে আবার
তুমি অপরাজেয়…