LYRIC
শিরোনামঃ অশনি সংকেত
কন্ঠঃ সান্জয় / জুয়েল
কথাঃ জুয়েল
সুরঃ জুয়েল
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ অসামাজিক
জীবনের তাড়নায় কৃত্রিম সুখের মায়ায়
খুঁজে ফিরি আঁধার গলিতে কোন শিকার খুনের নেশায়
মাকড়শার জালের মাঝে অসহায় পোকারই মত
জড়িয়ে গিয়েছি বেড়াজালে কিভাবে কখন কোথায়
সোনালী স্মৃতির পাতা যেথায় আঁকা
কোন প্রিয় মুখ, কোন প্রিয় সুর
ফিরে পেতে চাই স্বপ্নিল সুখেরই প্রহর।
আশ্রয়দাতা মুখোশধারী সমাজের প্রভুরা
অচেনা হয়ে যায়-
খুঁজে ফিরে আইনের শেকল
খুঁজে ফিরে কত পরিচিতি সাথি আমার
সর্বনাশা এক নেশায়
চারিদিকে আজ আঁধার আর আঁধার
বেজে উঠে যেন অশনি সংকেত
চারিদিকে আজ আঁধার আর আঁধার
বিষাক্ত বাতাসে বিপদ
খুনের আদি নেশায় ধেয়ে আসে শিকারীর দল
যদি বা পারোতো প্রাণ নিয়ে পালাও
সর্বনাশ খেলায় পরাজিত এই শেষ বেলায়
ছুটে চলি আঁধার ঘেরা পথে অজানায় বাঁচার আশায়
সোনালী স্মৃতির পাতা যেথায় আঁকা
কোন প্রিয় মুখ, কোন প্রিয় সুর
হারিয়ে যায় স্বপ্নিল সুখেরই প্রহর।