LYRIC
শিরোনামঃ পরাহত
কন্ঠঃ তাহসান / জন / এলিটা
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর
ধূলো পড়া সেই ঘর
অদৃশ্য দেয়াল তুলে দাঁড়িয়ে।
ভিজে কাঠে শ্যাওলা জমেছিল
বাতাসের শব্দ উঠত জানালায়।
তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকেছিলাম।
আমার বলা হল না
আমার ফেরা হল না…
ওখানে আঁধার বড় সামুদ্রিক,
লোনা গন্ধ ভাসত বাতাসে।
ছিল না আলো কাছাকাছি
শুধু তোমাতেই ভরে ছিল ঘর।
তোমার উষ্ণ বুকে চিহ্ন এঁকেছিলাম।
আমার বলা হল না
আমার ফেরা হল না…