LYRIC
শিরোনামঃ পোষা পাখি উড়ে যাবে
কথাঃ বিজয় সরকার
সুরঃ বিজয় সরকার
পোষা পাখি উড়ে যাবে সজনী
একদিন ভাবি নাই মনে
সে কি আমায় বলবে কখনে
একদিন ভাবি নাই মনে
খেলতো পাখি সোনালী খাঁচায়
বলতো কত কি আমায়
বসে রুপালি আড়ায়
ফটিকের বাটি ভরে
কত খাবার দিতাম থরে থরে
নিষ্ঠুর পাখি খাইতো আনমনে
একদিন ভাবি নাই মনে
জংলার পাখি করল সর্বনাশ
এখন শুধুই হাই হোতাস
কোথায় করব তার তালাশ
কে এমন দরদী আছে
সে বলে দিবে আমার কাছে
পাখি আমার গেছে কোন বনে
একদিন ভাবি নাই মনে
আগে যদি জানতাম পাখির মন
ও সে করিবে এমন
তারে দিতাম না এ মন
বনের পাখি বনে গেল
আমার বুকে দিয়ে ভীষণ ছেল
তারে আর কি ফিরে পাবো জীবনে
একদিন ভাবি নাই মনে
পাখির মায়ায় পড়ে কত লোক
পেল আমার মত সুখ
তাদের জল ভরা দুই চোখ
অসীম গগনের পাখি..
তারে আপন বলে কেন ডাকি রে
পাগল বিজয় কাঁধে বসে বিজনে
একদিন ভাবি নাই মনে।
পোষা পাখি উড়ে যাবে সজনী
একদিন ভাবি নাই মনে
সে কি আমায় বলবে কখনে
একদিন ভাবি নাই মনে