LYRIC
শিরোনামঃ প্রেমের গান
কন্ঠঃ সুমন
কথাঃ ফয়সাল / সুমন
সুরঃ ফয়সাল / অর্থহীন
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ বিবর্তন
আমি সুখ চাই না শুধু চাই তোমার ভালোবাসা
হেলে যাবে যখন সূর্যটা পাশে থাকে যেন তোমারই ছায়া
গাঙ শালিকেরা যদি যায় ভুলে নদীর স্রোতধারা
ভেবোনা তুমি ও বন্ধু আমার আমি তুমি হারা
ঐ আকাশের মাঝে পাখিগুলো হারিয়ে যায় যাকনা
ঐ প্রভাত রবির আগমনের জোনকীরা হারাক না
আমরা যাবো এগিয়ে সব বাধা পেরিয়ে
নতুন এক সুরের জগতে যদি থাক তুমি পাশে