LYRIC

শিরোনামঃ প্রথম বাংলাদেশ
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
কন্ঠঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আলাউদ্দিন আলী

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

আমার আঙ্গিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধূলিকণা।
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা।
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজ বোনা।

অরুপ জোছনায় সাজানো রাঙ্গানো
ঝিলিমিলি চাঁদ দোলে।
নিবিড় বনছায় পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে।
আমার তাতেই রেখেছি
শান্তির দীপ জ্বেলে।

Comments

SHARE