LYRIC
শিরোনামঃ প্রতিবাদ
কন্ঠঃ সাকিব
ব্যান্ডঃ ক্রিপটিক ফেইথ
অ্যালবামঃ শ্রেষ্ঠ
চোখের যত জল, মনের ব্যথা ভয়
তুমি দাও আজ করে উজাড়
আমি নেব আপন করে
যেন এই সবই ছিল আমার
যতদিন আছি আমি, খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়………
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্যায়
এসবের আড়ালে, আছো যেখানে
আমি খুঁজি সেই তোমায়
যতদিন আছি আমি, খুঁজবো তোমায়
দেখবো এর শেষ কোথায়
যখনই আমি খুব কাছাকাছি
ঠিকানা দূরে সরে যায়……