LYRIC
শিরোনামঃ রোদের কিনারায়
কথাঃ আসিফ আজগর রঞ্জন
কন্ঠঃ সুফি ম্যাভেরিক
ব্যান্ডঃ আর্বোভাইরাস
অ্যালবামঃ মন্তব্য নিষ্প্রয়োজন
নিঃশ্বাসগুলো ধীরে ধীরে চিৎকার হয়ে প্রতিধ্বনি হয়
কেউ শোনে না আমি ছাড়া
এই ঘর থেকে সে ঘর ছুটি
বেরুবার পথ খুঁজে না পাই
চারিদিকে শুধু নীরবতা
তবু কানে লাগে যেন এই স্তব্ধতা কেন জানি না
যখন সব ভেঙ্গে যায়, আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি, মেঘের ‘পরে রোদের সীমানায়
হয়তো সব ভুলে যাব
তবু ভাঙা স্বপ্নগুলো
শেকড় গাড়ে আমার ভেতর
যা পেরেছি তা নয়
যা পারিনি তাই আজ আমাদের পরিচয়
নিজেকে ঘৃণা করেছি সব সময়
তাই ভুলগুলো পিছু ছাড়ে নি
নিজেকে ক্ষমা করতে না পারার অক্ষমতায়
যখন সব ভেঙ্গে যায়, আমি দাঁড়িয়ে কিনারায়
তাকিয়ে দেখি, মেঘের ‘পরে রোদের সীমানায়
যেন সব ভেসে যায়, নবজাত প্রেরণায়
আজ তবে শেষ হোক সব অন্ধকার
নিজেকে ঘিরিয়ে রাখি আত্মায়
কেউ বোঝে না কখনো আমাকে