LYRIC
শিরোনামঃ শেষ
কন্ঠঃ সুমন/বুনো/পুনম
কথাঃ সুমন
সুরঃ সুমন
অ্যালবামঃ বোকা মানুষটা (সমুন ও অর্থহীন ২)
হেই, শুনবে কি গল্প তোমরা?
দুটো মানুষের, দুটো জীবনের?
তবে দরজাটা বন্ধ কর, নিভিয়ে দাও আলো
শুরু হোক জীবনের গল্প
ভাবি বসে সারারাত, নির্ঘুম চোখ নিয়ে
ভাবি বসে নিয়ে একরাশ আঁধার
ভাবি বসে সারারাত, সিগারেট আর চায়ের কাপে
যে কথাগুলো বলেছিলে আমায়
গাইতে পারিনা গান, যেভাবে গেতাম আগে
মাঝে মাঝে অবশ আমার হাত
রক্ত ঝরে আমার, এই শরীর জুড়ে
লাল হয়ে যায় সিগারেটের ফিল্টার
আজো কেন যে ফিরে আসো তুমি
আজো কেন যে কাঁদায়
আজো কেন তোমায় শুধু খুঁজে ফিরি
তোমার সেই কথাগুলো ভাবায়
তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
আমিতো নই তোমার মত কিংবা তোমার জন্যে
তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
হঠাৎ করেই দেখবে তুমি গেছো আমায় ভুলে
হঠাৎ কেন আজ তোমায় শুধু মনে পরে
হঠাত করেই কেন তোমায় ভাবি
জানি নেই তুমি মোর পাশে, চলে এসেছি ছেড়ে
কেন যে আজ শুধু তোমায় খুঁজি
ভাবি বসে সারারাত, নির্ঘুম চোখ নিয়ে
ভাবি বসে নিয়ে একরাশ আঁধার
ঝাপসা চোখে বসে থাকি টেবিলে চশমাটা রেখে
ফিরবো পরে তোমার কাছে
অনেকদিন পরে আমি ফিরে আজ তোমার ঘরে
তাকিয়ে দেখি তুমি নেই
রক্ত-লাল মেঝে, চলে গেছো তুমি আমায় ছেড়ে
মনে হয় বলছো তুমি আমায়
তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
আমিতো নই তোমার মত কিংবা তোমার জন্যে
তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
হঠাৎ করেই দেখবে তুমি গেছো আমায় ভুলে
কে কি পেল?
কি হারালো?
আর কিছু নেই…গল্পটা শেষ।