LYRIC
শিরোনামঃ শ্লোক
কন্ঠঃ জন / তাহসান / এলিটা
কথাঃ ইমন জুবায়ের
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ উৎসবের পর
আমাদের যেখানে যেতে ইচ্ছে করে,
সেই স্বপ্নটা মুছে দিলে কেউ মুখোশ পরবে না।
নিজের ছায়ার বাইরে যাওয়া যায় না,
এটা মেনে নিলে নির্ঘুম রাত কাটবে না।
কার জলে ভাসাতে গেলে ফুল?
কার চোখে হয়েছ নিঃস্ব?
কেন স্বীকার কর, দুঃখ চেতনার মূল?
তোমার ক্যানভাসের ওই নীল আর সাদা।
অস্তিত্বে বিঁধে থাকে বিপর্যস্ত স্মৃতি।
এসবই পেয়ে যাবে অন্য দিনের কেউ।
তবুও, আজ রাতে যেতে চাও জ্যোৎস্নার বনে?