LYRIC
শিরোনামঃ সময়
কন্ঠঃ মিনার রহমান
অ্যালবামঃ বাড়াবাড়ি
সময় করে সময় দেবার সময় মেলে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না
হিসেব করে বেহিসেবি মন ভালোবাসে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না
কারণ অকারণে মন বারণ মানে না
হৃদয় জুড়ে তুমি, নেই কোন ছলনা
নিয়ম-অনিয়মে এক অবুঝ দোটানা
তোমায় ঘিরে আমার সব তা-না-না-না
চলো ফিরে যাই সে রঙিন শহরে
ঘুম ভাঙা অবুঝ প্রহরে
হারিয়ে বেড়াই এখানে-ওখানে
ফেলে আসা স্মৃতির আদলে
সময় করে সময় দেবার সময় মেলে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না
নতুন দিনের মিছিলে
চলো দু’জনে দু’জনার হয়ে
কাঠ-পোড়া রোদ আর ঝুম বর্ষাতে
ভিজে-পুড়ে যাই একাকার হয়ে
আমার চেনা শহর কেন তোমার অচেনা
কোথায় বলো পাবো দু’টো মনের ঠিকানা
তোমার বোনা স্বপ্নগুলো আমার আছে জানা
দূরে আরো দূরে হারাতে নেই মানা
খেয়াল করে বেখেয়ালের দেয়াল গড়ি না
আকাশ ভরা তারা শুধু আড়াল করি না
ভুলে পড়ে ভুল করেও ভুলে থেকো না
ভুল বোঝাবুঝি ভুলে কাছে ডাকো না
চলো ফিরে যাই সে রঙিন শহরে
ঘুম ভাঙা অবুঝ প্রহরে
হারিয়ে বেড়াই এখানে-ওখানে
ফেলে আসা স্মৃতির আদলে
সময় করে সময় দেবার সময় মেলে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না
হিসেব করে বেহিসেবি মন ভালোবাসে না
চোখ মেলে দেখো ভালোবাসি কতো না