LYRIC
শিরোনামঃ সূর্য
কন্ঠঃ সুমন
কথাঃ সুমন/সজীব
ব্যান্ডঃ অর্থহীন
অ্যালবামঃ অনুশীলন
নীল আকাশের নিচে পাখির কলতানে
সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে
মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে
হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
ফুলের সুবাস বাতাসে ভেসে আসে
এত সুখের মাঝেও কেন চোখে পানি আসে
সকালের এই মিষ্টি আলো কি যে ভাল লাগে
হঠাৎ করেই আমার ঘুমটা যায় ভেঙ্গে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্টার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
দেহের পচনটা বাড়ছে একটু একটু করে
অসীম এই যন্ত্রণা মোরে বোবা করে রাখে
সুখ নামের স্বপ্নটা যে অচেনা লাগে
চলে গেছে কোথায় আমায় একা ফেলে
দেখতে আর ভাল লাগে না ঐ নীল আকাশটা
সারা রাত তাকিয়ে দেখি ঘরের সিলিঙটা
ইচ্ছে ছিল পৃথিবীটা বদলে দেবার
ইচ্ছে ছিল গীটার হাতে যুদ্ধে যাবার
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
চারিদিকে আঁধার অশ্লীল কালো
স্রষ্ঠার কাছে মিনতি দেখাও একটু আলো
দেহের এই অসুখটা বাড়ছে প্রতিদিনি
জীবনের শেষ ঘন্টাটা যে এখনো বাজতে বাকি
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে
সুর্যর কাছে আমার অনেক ঋন আছে
তাই আমি দেখতে চাই না ঐ সুর্যটাকে
আমার যেন মৃত্যু হয় সুর্য উঠার আগে