LYRIC
শিরোনামঃ সুর-অসুর
কথাঃ তপন
সুরঃ মিশু খান
কন্ঠঃ মিশু খান
ব্যান্ডঃ শহরতলী
অ্যালবামঃ অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য
নিতে পার, আমার কবিতা গানের কথা;
পেতে পার, কায়ার মায়া সুরের খাতা।
চাইলে আমার সব, যা ছিল ভালো;
রেখে গেলে, জমাট কালো, ক্ষত।
আবেগের খেলা অহরহ…
পিচ গলা রোদে, চেনা পথে;
রেড সিগনালে, কান্না যানজটে।
যেখানেই যাবে জেনো, দিগন্তের পথ;
ততটাই দূরে, যতটা এখানে।
গোধূলির আবির যতোই মাখো,
সন্ধ্যা হবে সেখানেও জেনো।
আমার সুর নিয়ে, অসুরকেও চিনে নাও;
আমায় মেনে নিয়ে, ভালোবাসা ছড়াও।
চাইলাম তোমার বিকেল, সন্ধ্যা বেলা;
আরো চাই তোমার রাত, অবহেলা।
যদি নেই সাদা, নেবো যা আছে কালো;
নিলে নেবো পুরোটা তোমায়, নইলে না।
গ্রহণ গিলবে সব আলো…
পিচ গলা রোদে, চেনা পথে;
রেড সিগনালে, কান্না যানজটে।
যেখানেই যাবে জেনো, দিগন্তের পথ;
ততটাই দূরে, যতটা এখানে।
গোধূলির আবির যতোই মাখো,
সন্ধ্যা হবে সেখানেও জেনো।
আমার সুর নিয়ে, অসুরকেও চিনে নাও;
আমায় মেনে নিয়ে, ভালোবাসা ছড়াও।