LYRIC
শিরোনামঃ তা জানি না
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
সঙ্গীতায়োজনঃ সাজিদ সরকার
অ্যালবামঃ বাড়াবাড়ি
তুমি আমি এক সাথে রোদে মাখা বৃষ্টি দেখেছি,
উড়ে চলা গাংচিলে শত শত স্বপ্ন এঁকেছি,
পড়ে থাকা নীল খামে আকাশ কে চিঠি লিখেছি,
ধুলো পড়া রাজপথে ঘুরে ঘুরে সাক্ষী রেখেছি,
ঘুণে ধরা ডায়েরিতে কত কত কাব্য লিখেছি,
মুঠো মুঠো উল্লাসের স্মৃতি জুড়ে গল্প কিনেছি,
কিনেছি…
আমার চোখ জুড়ে যা… দেখছো,
তা নয় কোন ছলনা,
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা,
বুঝেও বুঝি না,
তুমি আমি এক সাথে ভুলে ভরা জোছনা দেখেছি,
অভিমানী ক্যানভাসে মুছে যাওয়া কান্না এঁকেছি,
মিছেমিছি ঘুম হয়ে জেগে থাকার গল্প লিখেছি,
লিখেছি…
আমার মন বলে আমি বলছি না
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না
কেন ভুল করেও ভালোবাসছি না
তা জানি না
তা জানি না …
আমার চোখ জুড়ে যা… দেখছো
তা নয় কোন ছলনা
তোমার মিষ্টি হাসিতে যা বলছো তা
বুঝেও বুঝি না
আমি উড়ে উড়ে কোনখানে যাবো জানি না
জানি ডাকবেই আবার তোমার ঠিকানায়
আমার মন বলে আমি বলছি না
তোমার বন্ধ চোখে ঘুম আসছে না
কেন ভুল করেও ভালোবাসছি না
তা জানি না
তা জানি না …