LYRIC
শিরোনামঃ তবু আবার ঘর বাঁধিলাম
কন্ঠঃ সুমি শবনম
কথাঃ মনজুর এহসান চৌধুরী
সুরঃ বাপ্পা মজুমদার
সঙ্গীতঃ বাপ্পা মজুমদার
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
আমি আশা লইয়া রইলাম তোরে এই বুকে জড়াইয়া
তুই যে থাকিস মাগো সুখের সুরে সুবাস ছড়াইয়া
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
তুই যে আমার জীবন পাখি তুই যে আমার আশা
তোর সুখে আমি সুখি আমার ভালোবাসা
যতই দুঃখ কষ্ট আসুক, চোখে আসুক লোনা জল
আমার জীবন নাইবা থাকুক, মুছবে এই আঁচল
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে
উদাস মনে থাকিস না আর বুকে আগুন লইয়া
তুই থাকিস মাগো সুখের সুরে সুবাস ছড়াইয়া
যতই দুঃখ কষ্ট আসুক, চোখে আসুক লোনা জল
আমার জীবন নাইবা থাকুক, মুছবে এই আঁচল
তবু আবার ঘর বাঁধিলাম কি যে মনের ঘোরে
সংসার আমার হইলো নারে এই জনমের তরে