LYRIC
শিরোনামঃ তুই ছুঁলি যখন
কন্ঠঃ অরিজিৎ সিং / শ্রেয়া ঘোষাল
কথাঃ দ্বীপাংশু
সুরঃ ইন্দ্রদীপ দাশগুপ্ত
মুভিঃ সমান্তরাল
তুই হাসলি যখন
তোরই হলো এ মন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন
দুচোখে আঁকছে শীত
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত
বাহারি ডাককিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন
তুই হাসলি যখন
তোরই হলো এ মন
ইতিউতি কার্নিশে
আলো ছায়া যায় মিশে
চলো না কুড়বো আবার
এলোমেলো চেনা রোদে
বসন্ত যায় যায় জুটে জুটে
ভালোবেসে জীবন কাবার
এতো কথা বলি যাকে
চিনি আমি চিনি তাকে
চোখে চোখে কথোপকথন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন
তুই ছুঁলি যখন
তোরই হলো এ মন
গুড়ো গুড়ো করিডোরে
চুপিসারে পাতা উড়ে
আজ বাতাসও মাতাল
বেপরোয়া হাফ ছুটি
মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি
ভালোবেসে উথাল পাথাল
রাত নেমেছে মনে
মন সবই জানেশোনে
তুই হলি মনেরই আপন
তুই হাসলি যখন
তোরই হলো এ মন
তুই হাসলি যখন
তোরই হলো এ মন
দুচোখে আঁকছে শীত
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত
বাহারি ডাককিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন