LYRIC
শিরোনামঃ তুমি, আমি ও ভোর
কন্ঠঃ জোহাদ
কথাঃ জোহাদ
ব্যান্ডঃ নেমেসিস
এ কেমন দিন কাটছে
মেঘের খেলা দেখিনি কতদিন,
ঘরে বসে গৃহবন্দি
সময় অনিময়ে কাঁপছে।
অতীতের গল্প,
মনে আছে অল্প ..
আমার সামনে কি আসছে?
কেও কি আমায় একটু জানাবে?
আঁধার কালো এক আগামী
নাকি আলোকিত আছি?
অতীতের গল্প,
মনে আছে অল্প ..
যদি …
ভোর দেখি
তুমি.. আর আমি, ও ভোর।
তার নেই কোন মায়া
নেই সুখের ছায়া,
চার দেওয়ালের মাঝে আমি
সেই ভোরের অপেক্ষায়।
আশা আসে যায়
মনে থাকবে এই সময় … ও..
যদি …
ভোর দেখি
তুমি.. আর আমি, ও ভোর।