LYRIC
শিরোনামঃ ভালোবাসার রং
কন্ঠঃ তাহসিন আহমেদ
কথাঃ তাহসিন আহমেদ
সুরঃ তাহসিন আহমেদ
অ্যালবামঃ ভালোবাসার রং
রাতেরও আকাশে তারার মেলায়
খুজে যাই তোমাকে প্রেমের নেশায়
স্বপ্নে বলে যাই একটি কথাই
রেখেছি হৃদয়ের মণিকোঠায়
তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে
ভালোবাসার রঙে রাঙাতে(২)
আকাশের শুকতারাটা বলছে আমায়
বাতাসে ফুলের সুবাস তুমি আছো তাই
জোনাকি জোছনায় আলো জ্বেলে
বলছে তোমার কথা আমায় চুপিস্বারে
তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে
ভালোবাসার রঙে রাঙাতে(২)
রাতেরও আকাশে তারার মেলায়
খুজে যাই তোমাকে প্রেমের নেশায়
স্বপ্নে বলে যাই একটি কথাই
রেখেছি হৃদয়ের মণিকোঠায়
তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে
ভালোবাসার রঙে রাঙাতে
তোমায় আমি নিয়ে যাবো দূরের কোনো অচিন দেশে
ভালোবাসার রঙে রাঙাতে
ভালোবাসার রঙে রাঙাতে
ভালোবাসার রঙে রাঙাতে