LYRIC

শিরোনামঃ আগে যদি জানতাম রে বন্ধু
কন্ঠঃ মমতাজ
কথাঃ কৃষ্ণকলি ইসলাম
সুরঃ কৃষ্ণকলি ইসলাম
সঙ্গীতায়োজনঃ অর্ণব
সংগীত পরিচালনাঃ ইকবাল এ. কবির
মুভিঃ মনপুরা

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর

উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি

আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর

Comments

SHARE

VIDEO