LYRIC

শিরোনামঃ আহ্বান
ব্যান্ডঃ Cryptic Fate
অ্যালবামঃ দানব

আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে
ঠিকানাবিহীন আমার অস্তিত্বেরই সংস্পর্শ
আলোকিত করে তিমির
ঠিকানাবিহীন ঘনঘটার মাঝে
আমি হই বিলীন তান্ডব অলিন্গনে
যেন জেগে উঠি দু: স্বপ্নকে দেখব বলে
যেন জেগে উঠি এক মিথ্যে প্রলোভনে

Comments

SHARE