LYRIC

শিরোনামঃ দু দিকেই বসবাস
কন্ঠঃ ন্যান্সি
সুরঃ হাবিব ওয়াহিদ
সংগীতায়োজনঃ হাবিব ওয়াহিদ
পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
মুভিঃ প্রজাপতি

দুই দিকেই বসবাস দুই দিকেই টান
ফিরবো কোন পাড়ে এই মন টানে দুই ধারে
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান

এক পাড়ে আছে মন ওই পাড়ে অন্তর(২)
দু পাড়েই তোলে বুকে অচেনা এক ঝড়
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান

এক মনে দুই জন বেধে আছে ঘর(২)
পারেনা মন কাউকে করে দিতে পর
দু পাড়েই যেতে মন করে আনচান
এক পাড়ে গেলে মন ঐ পাড়ে বিরান

Comments

SHARE

VIDEO