LYRIC
শিরোনামঃ দূরত্ব
কথাঃ মিথিলা
কন্ঠঃ মিথিলা/তাহসান
সঙ্গীতঃ তাহসান
অ্যালবামঃ ইচ্ছে
দূরত্ব আর কতটুকু বাকি জীবনের গতিপথে
সত্য আজও করছে ভ্রমণ আপন কক্ষপথে
সূতো নারী ছিঁড়ে চলেছি আবার আপন অজানায়
মিলবে কোথা সত্য নাগাল কোন সীমানায়?
তুচ্ছ কায়া ক্ষদ্র সে প্রাণ তবু আছে আমিত্য
গর্ব কি আর খর্ব করে আপন শ্রেষ্ঠত্ব?