LYRIC
শিরোনামঃ হারিয়ে ঠিকানা খোঁজে ঘর
কন্ঠঃ লোপামুদ্রা মিত্র, রাজা হাসান
কথাঃ শ্রীজাত
সংগীতঃ শান্তনু মৈত্র
মুভিঃ বুনো হাঁস
আমি আইলাম রে কোন ঠাঁই,
ও সাঁই আইলাম রে কোন ঠাঁই?
দেহি বাতাস বলে চোখের জলে,
গোসল করি আয়।
আমি ক্যামনে ফিরা যাই,
ও বলে ক্যামনে ফিরা যাই?
যদি জীবন গাঙে
জোয়ার ভাঙে বুকের দরিয়ায়?
শীতল পাটির নিচে থাকে ভিজে মাটির মন,
ফিরতে গেলে পিছু ডাকে কোন সে আপনজন?
নদীর বাঁকে জেগে থাকে চর,
হারিয়ে ঠিকানা খোঁজে ঘর।
আমি আইলাম রে কোন ঠাঁই,
ও সাঁই আইলাম রে কোন ঠাঁই?
দেহি বাতাস বলে চোখের জলে,
গোসল করি আয়।
শীতল পাটির নিচে থাকে ভিজে মাটির মন,
ফিরতে গেলে পিছু ডাকে কোন সে আপনজন?
নদীর বাঁকে জেগে থাকে চর,
হারিয়ে ঠিকানা খোঁজে ঘর।
অকুল পাথার ভাইঙ্গা শ্যাষে,
পাইলাম সাকীন আপন দ্যাশের;
ফিরন ঘাটে বাইন্ধা আইলাম নাও।
এক পা রাখি বাসার টানে,
আর পা চলে পিছন পানে;
কি করি সাঁই তুমি কইয়া যাও।
সব পথ ফুড়োয় না সব ঢেউ কুড়োয় না,
সব জল জুড়োয় না জ্বর।
ইচ্ছেরা তার তো ফিরতেও না পারতো,
স্বপ্নেরা স্বার্থপর।
হারিয়ে ঠিকানা খোঁজে ঘর