LYRIC
শিরোনামঃ যায় ফুরিয়ে
কন্ঠঃ অম্লান
কথাঃ অঞ্জন দত্ত
সঙ্গীতঃ নীল দত্ত
মুভিঃ আমি আসবো ফিরে
যায় ফুরিয়ে কত নেশা
যায় সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা
যায় ফুরিয়ে সিগারেট
ঔষুধের এক্সপায়রি ডেট
তাই ফুরিয়ে যাবে একদিন
মনের ভিতরের বিদ্বেষ
যায় ফুরিয়ে রাগ অভিমান বিদ্বেষ
ফেলে দিতে হয় পুরোনো জামা
পুরোনো কাগজ শিশি বোতল
আপনি থেকে হয়ে যাও তুমি
তুমি বলো থেকে তুই বল
যায় ফুরিয়ে একদিন তাই চোখের জল
যায় ফুরিয়ে একদিন সবার চোখের জল
ঝেড়ে ফেলতে হয় বিছানা
ফেলে আসা স্বপ্ন ভুলতে হয়
মেঘলা দিনেও বৃষ্টি যায় ফুরিয়ে
ছাতাটাকে বন্ধ করতে হয়
তাই যায় সরে যায় মেঘের মতন ওই ভয়
যায় সরে যায় মনের ভেতরের ভয়
যায় ফুরিয়ে কত নেশা
যায় সরে যায় কুয়াশা
যায় ফুরিয়ে একদিন তাই হতাশা
যায় ফুরিয়ে একদিন সবার হতাশা