LYRIC
শিরোনামঃ ক্ষমা
কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
সুরঃ তাহসান
অ্যালবামঃ কথোপকথন
দেয়ালে টাঙ্গানো ছবিগুলো ফেলে আসা সময়ের কথা বলে
আজ বিদায়ের সময়ে কথা বলে উঠে ছবিগুলো
আজ শেষ সময়ে মনে করিয়ে দেয় হাসি-কান্নাগুলো
আজ বিদায় বেলায়…
দেখতে দেখতে কেটে গেল কতগুলো বছর আমার
এই বিদায় বেলায় হিসেব নিকেশের পালা…
কতগুলো মানুষের মুখের হাসি আমার জীবনের পাওয়া
কতগুলো মানুষের কষ্ট আমার অপরাধ
আজ নতজানু আমি ক্ষমা চাই তোমাদের কাছে করজোরে
আজ বিদায়ের সময়ে আমায় ক্ষমা কর
আজ শেষ সময়…