LYRIC
শিরোনামঃ কথোপকথন
কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
সুরঃ তাহসান
অ্যালবামঃ কথোপকথন
নিঃশব্দে আজ সারাবেলা
এ নদীর ধারে বসে থাকা
এতদিন পরে তোমার সময় হলো
আমার সাথে কথা বলার
একটু একটু করে আজ
মৃত্যু তোমার হাতে
দিয়েছি তোমায় উজার করে
প্রতিদানে এই উপহার
ভাবো একবার ওদের নিয়ে
যাদের রেখে যাবে আমার কাছে
চোখ মেলে চেয়ে দেখ
ঐ সূর্যটা বিদায় জানায়
দেখতে কি তুমি আজ পারো
এইতো স্বর্গ তোমার কাছে
আমার মৃত্যুই নরকের আহ্বান
ফেলে দেওয়া ধূলোগুলো কুড়িয়ে নাও
বাতাসের ঐ কালিমা মুছে দাও
চারদিকের এই কুয়াশা
আমার দু’চোখের অস্পষ্টতা
এক অন্ধ পৃথিবীতে তুমি
পরের মানুষটাকে রেখে যেও না