LYRIC
শিরোনামঃ কত কত একা একা
কন্ঠঃ অঞ্জন দত্ত
কথাঃ অঞ্জন দত্ত
সঙ্গীতঃ নীল দত্ত
মুভিঃ আমি আসবো ফিরে
কত কত একা একা
অলি গলি একা বেঁকা
ছোট ছোট কতো একা মন
ঘর সংসার নিয়ে একা একা বেঁচে থাকা
রোজ রোজ সারাটা জীবন
একা একা রাস্তায় বাস স্টপে বাজারে
নিয়মিত একা হাঁটা সকালে
সারা মুখে কতো রেখা
নিয়ে একা বেঁচে থাকা
চায়ের দোকানে রোজ বিকেলে
একা একা কাছে আশা
একা একা ভালোবাসা
একা একা হেটে চলা পার্কে
ও ও উড়ে আশা ছেড়া পাতা,
ছেঁড়া ছেঁড়া কতো কথা
একা লেখা কোন কিছু কাউকে
ও ও ঐ দেখো একা এসে পরে আছে রোদ্দুর
দেয়ালে পাঁচিলে আর উঠোনে
ও ও ঐ দেখো বল হরি, হরি বল
বলে একা কাঁধে করে চলে গেলো শ্মশানে
একা একা মিটিং এ
একা একা মিছিল এ
একা একা অফিস পাড়ায়
চারপাশে কতো কতো
ঠাসা ঠাসি রেশা রেশি
তবু একা ধর্মতলাই
একা একা মন টা কে বার বার সান্ত্বনা
একা কতো চেপে রাখা কান্না
সারারাত পুড়ে যায় আকাশের কতো তারা
মুখ তুলে অনেকেই দেখে না
একা একা গান গেয়ে ট্রেন থেকে নেমে যায়
লাঠি ঠুকে অন্ধ বাউলটা
সেই গান শুনে অনেকেই বসে থাকে
একা একা চলতে থাকে ট্রেনটা
ও ও ঐ দেখো একা এসে পরে আছে রোদ্দুর
দেয়ালে পাঁচিলে আর উঠোনে
ও ও ঐ দেখো বল হরি, হরি বল
বলে একা কাঁধে করে চলে গেলো শ্মশানে…