LYRIC
শিরোনামঃ পাঁজরের ভাঙ্গা হাওয়া
কথাঃ তাহসান
কন্ঠঃ তাহসান
সঙ্গীতায়োজনঃ তাহসান
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
আদিম অকৃত্রিম বর্ণমালা সে জানে
ক্ষণিকের পরিচয়ে ছন্দপতন এ প্রাণে
পাঁজরের সেই হাড় হঠাৎ ব্যথায় কাতর
সে যে ছুটে যায় ঐ হৃদয়ের বাম প্রকোষ্ঠে।
ভারসাম্যহীন রুগ্ন কাতর আমি আজ
ভীত সন্ত্রস্ত ওই আদিমানবী দেখে।
স্বর্গ যদি হয় অচেনা অপ্সরীদের আসর
চাইনা আমি স্বর্গ, আমি তোমার স্পর্শ চাই
মিথ্যে অভিনয়, ঠুনকো বাধা বিদ্রুপ ওদের
পারবে না কিছু থামাতে, রাশিতে লেখা এ প্রেম
তুমি জানো আমি তোমার, তুমি জানো আমি তোমার
তুমি আমার সেই পাঁজরের ভাঙ্গা হাওয়া।
অপ্সরী আমি দেখিনি গল্প শুনেছি অনেক
বর্ণনা সে যে ফিকে তোমার আদিম ইশারায়
আদিমানবী কি ছলনা, নাকি প্রকোষ্ঠ বন্ধনী?
আমি জেনেছি করে হেঁয়ালি, আমি দীপ্র সে আমারই।