LYRIC
শিরোনামঃ রণক্লান্তি
ব্যান্ডঃ Cryptic Fate
অ্যালবামঃ দানব
আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে
বলতে পারবে না কি ঘটছে
আমার মাথার ভেতর ঢুকতে চেয় না,
ঘুরতে চেয় না এই গোলক্ধাদায়
শত বছর পেরিয়ে চলছি মুক্তির পথে আমি
রণক্লান্তির আবেশ আমায় এখনো ছুয়ে নি
আবার এখানে
সমঝোতা
আস্তাবলে পরে আছে আমার সোনার বই
সন্নাশিরি মত ধেনে মগ্ন রই
পির পৈগম্বরে ভরা এই দেশ শিখিয়েছে আমার
আল্লাহর নামে কিছু দিয়ে বাকি দাও অন্যের খাতায়
সুস্থ পরিবেশ বলতে কি বোঝো তুমি
কারচুপি করার দিকে তুমি অগ্রগামী
ভাবতে কেমন লাগে তোমার সন্তানের কথা
অন্য ধারায় বর্ণ বিদ্বেষ করাই আসল কাজ
ওদের সাথে হাত মেলাতে করে নত লাজ
আস্তাবলের কনা থেকে বইটা তুলে
লোভে পাপ
পাপে মৃত্যু
লোভে পাপ
মৃত্যুর প্রথম ধাপ
এই মনে ক্লান্তি নেই শক্ত করে গড়া
এই লক্ষে হার নেই, সত্যের ভিত্তি গড়া