LYRIC

শিরোনামঃ স্বাধিকার
কথাঃ বাবনা
সুরঃ কমল/মাশুক
কন্ঠঃ সঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেইজ
অ্যালবামঃ ওয়ারফেইজ

তুমি কি দেখেছো
দুঃসময়ের সন্তান
চিৎকার করে জানায়
অধিকারের কথা

তুমি কি শুনেছো
এই সময়ের চিৎকার
গন্তব্যে পা বাড়ায়
কিসেরই হতাশায়

তুমি কি দিয়েছো
তোমার ওই সাথীদের
যারা উপরে তাকায়
তোমায় উপর ভেবে

তুমি কি জানোনা
আকাশের তারারা
নিভে গেলে একে একে
সবই আঁধার তিমির॥

আমরা তো দেখতে চাই
ভোরের সূর্য লাল
রাত পেরিয়ে আসা
ধৈর্য্যের সুখ॥

বহুদূর পথ
এখনও পড়ে আছে
জমা হওয়া বিষন্নতা
ভেঙ্গে সামনে

সীমানা দেখা যায়
নতুন আশা জাগায়
হতাশা মুছে যায়
নতুন সূর্য লাল…

Comments

SHARE

VIDEO