LYRIC

শিরোনামঃ শেষ বেলায়
কন্ঠঃ সোমলতা আচার্য্য চৌধুরী / রূপঙ্কর বাগচী
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
মুভিঃ বেলাশেষে

তুমি রেখেছিলে ভালবেসে হাত
তুমি অভিমানে কেঁদেছিলে রাত
তুমি মেনে নিলে আঁচলের টান
আমি সেই সুরে বেঁধে ফেলি গান।
শেষ বেলায়, তুমি ভেসে আসা শঙ্খের সুর
শেষ বেলায়, তুমি নিয়ে চল দূর বহু দূর
শেষ বেলায়, তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ
শেষ বেলায়, তুমি ধুলোমুঠি চেনা সংরাগ।

সব কথা কি এমনি বলার?
এক পা দু পা এমনি চলার।
কোন নিয়মে লেপ চাদরে
জড়িয়ে আছো বারোমাস?
তুমি মনে রেখো একফালি রোদ
এসে রেখেছিল সব অনুরোধ।

তোমার মনের মত করে
রেখো আমায় এই আসরে
চোখ সরালেও যায় না ঢাকা
অনেক স্মৃতির অল্প জল।
তুমি সাজিয়েছ পুতুলের ঘর
আমি সেই ঘরে খুঁজি ঈশ্বর।

Comments

SHARE

VIDEO