LYRIC
শিরোনামঃ সকাল
কন্ঠঃ নীল দত্ত
কথাঃ অঞ্জন দত্ত
সঙ্গীতঃ নীল দত্ত
মুভিঃ আমি আসবো ফিরে
রাত্তিরে দুঃস্বপ্ন হাসপাস করে
হাজার হাজার মানুষ গুমরে মরে
তবুও নেচে ওঠে আবার রাস্তার কল
নাচতে নাচতে চান করে যায় রাস্তার ছেলের দল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
আবার একটা হাঙামা সিরিয়ায়
আবার একটা দাঙ্গা পাশের পাড়ায়
তবুও রান্না হচ্ছে কোথাও একমুঠো ডাল
রান্না হচ্ছে কোথাও রাস্তার ধারে ভাত-ডাল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
এভাবেই এভাবেই
এখানেই এখানেই
এখানেই এভাবেই
চিরকাল
মন খারাপ হলে তো কান্না পাবেই
রান্না খারাপ হলেও খেতে হবে
তবুও মাঝিকে ফেলতে হয় নদীতে জাল
মাঝিকে ফেলে যেতে হবে নদীতে জাল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
ছোটবেলার জামা, জুতো-খেলনা
কত পুরনো হাসি আর কান্না
তবুও ফেলে দিতে হবে রোজকার জঞ্জাল
ভুলে যেতে হবে রোজকার জমানো জঞ্জাল
এই বিচ্ছিরি পৃথিবীতে আবার একটা সকাল
এভাবেই এভাবেই
এখানেই এখানেই
এখানেই এভাবেই
চিরকাল…