LYRIC
শিরোনামঃ সোনাই হায় হায়রে
কন্ঠঃ ফজলুর রহমান বাবু
কথাঃ গিয়াস উদ্দিন সেলিম
সুরঃ সংগ্রহ
সঙ্গীতায়োজনঃ অর্ণব
সংগীত পরিচালনাঃ ইকবাল এ. কবির
মুভিঃ মনপুরা
কেহ লইলো আতর লোবান
কেহ লইলো জল
কেহ লইলো বরই পাতা
কেহ লইলো পরীরে
সোনাই হায় হায়রে (২)
হায় হায়রে সোনাই হায় হায়রে
ফুল কান্দে পাখি কান্দে
কান্দে গাঙের পাড়
কান্দিয় কান্দিয়া সোনাই
হইলো জারে জার
সোনাই হায় হায়রে (২)
হায় হায়রে সোনাই হায় হায়রে
বাবায় দিলো কন্যারে কাঁধ
শ্বশুর দিলো মাটি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মাটি ছুঁয়ে খাঁটি
সোনাই হায় হায়রে (২)
হায় হায়রে সোনাই হায় হায়রে