LYRIC
শিরোনামঃ শপথ
কন্ঠঃ তাহসান
কথাঃ তাহসান
সুরঃ তাহসান
অ্যালবামঃ কথোপকথন
যদি তুমি মনে করে থাকো ভুলে গেছি আমি
কত রক্ত পেড়িয়ে তোমায় পেয়েছি
শত চেষ্টার পরও ওরা পারেনি
তোমাকে কেড়ে নিতে ।
তোমার কাছে আমি চিরঋণী
তাই আমি…
তোমায় উড়াব বিস্ময়ে
ছড়িয়ে দেব তোমার গর্বিত কথা
তুলে ধরবো ঐ পতাকা
গাইব সোনার বাংলা
গর্বিত এই প্রেম…
আমার দেশপ্রেম
না বুঝে যে কত বিচার করেছি, কাঠগড়ায় তুমি
বুঝতে পারিনি আমিও আছি যেখানে তুমি
না পাওয়া যত প্রবল ইচ্ছা ছিল তোমার কাছে
যেন আমার ব্যর্থতা তোমায় ফিরিয়ে দিতে
আজ আমার এই শপথ…
তোমায় উড়াব রঙে…
তোমার রঙে !!