LYRIC
শিরোনামঃ উদ্দেশ্য নেই
কথাঃ তন্ময়
কন্ঠঃ তাহসান
সুরঃ অরূপ
অ্যালবামঃ উদ্দেশ্য নেই
উদ্দেশ্য কী? উদ্দেশ্য নেই
তুই তবুও তো কাছে
তোকে নিয়ে ঘুমের মাঝে
তুই ডানা দিয়ে মেঘ কেটে
হারাস মেঘে মেঘে
থাকি আমি তোকে ঘিরে বাতাস হয়ে
যাবে কি সেথায়?
যেখানে আলো আর সুখের মিছিল
তবে কেনো এই বসে থাকা উদ্দেশ্যহীন
হারাবে কি আমার সাথে?
উড়বে কি ডানা মেলে?