LYRIC
শিরোনামঃ জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
কন্ঠঃ বনি চক্রবর্তী
কথাঃ শ্রীজাত
সংগীতঃ শান্তনু মৈত্র
মুভিঃ বুনো হাঁস
বল কোন দিকে মন দৌড়োবি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
ছুটছে দেখ শহর নদী
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
স্বপ্ন রঙিন চোখের পাতা ফ্যাকাশে
দিন রাত্রি দিন ভিড়ের মাঝে একা সে
তাও দেয় উড়ান একলা পাখি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
সুখ কোথায় বল দুঃখ কি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
কিসের খারাপ কিসের ভালো
কে যে তা জানে
বেঁচে থাকার ডাক পাঠালো
কোন সে উজানে
সাড়া দিয়ে দে ঝাড়া দিয়ে দে
সাড়া দিয়ে দে বিবাগী পাড়া দিয়ে দে
কোন দিকে মন দৌড়োবি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
ছুটছে দেখ শহর নদী
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
কোথায় গেলে পাবি দেখা
শেষ কোন মোকামে
যে যার মত ফিরছে একা ভুল ছদ্দনামে
ঢেকে নিজেকে ডেকে নিজেকে
ঢেকে নিজেকে লুকিয়ে রেখে নিজেকে
কোন দিকে মন দৌড়োবি
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি
ছুটছে দেখ শহর নদী
জিন্দেগী কাঁহিভি থামতি নাহি